রিকশা চালিয়ে নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন প্রার্থী

নিজের নির্বাচনী প্রচারণা নিজেই করে এমন ঘটনা এ সমাজে চোখে পড়েনা। অটো রিকশা চালিয়ে কাউন্সিলর প্রার্থী উট পাখি প্রতীক নিয়ে প্রচারণা করে এমন ব্যতিক্রম ঘটনায় জনগণের মাঝে ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন পাথরঘাটা পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইমলাম কাকন।

আগামী ৩০ জানুয়ারি পাথরঘাটা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে পাথরঘাটা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উট পাখি প্রতীক নিয়ে রফিকুল ইসলাম কাকন ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অটো রিকশা চালিয়ে নিজেই প্রচারণা চালাচ্ছেন।

তিনি ইতোপূর্বে পাথরঘাটা খাস কাচারি মাঠে দুদকের দুর্নীতি বিরোধী একটি অনুষ্ঠানে পল্লী বিদুতের তিনি ইতোপূর্বে পাথরঘাটা খাস কাচারি মাঠে দুদকের দুর্নীতি বিরোধী, খাস জমি বিতরণে অনিয়ম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করাসহ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘প্রতিবাদী কাকন’ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরো পড়ুন>>> মেয়র পদে বাবা-মেয়ের মনোনয়নপত্র জমা

অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর হক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সামছুল আলম বলেন, কাকন একজন প্রতিবাদী মানুষ। যে ব্যক্তি নিজের প্রচারণা রিকশার চালক হয়ে প্রচারণা করেণ তার মতো লোক জনপ্রতিনিধি হওয়া দরকার।

এ ব্যপারে প্রার্থী রফিকুল ইসলাম কাকন বলেন, আমি মানুষের সাথে প্রতারণা করিনা। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এ জন্যই নিজের প্রচারণা নিজেই করছি। মানুষের মাঝে আগেও ছিলাম, সামনেও থাকবো।

স্বাআলো/আরবিএ