নিজস্ব আয় থেকে ১২ মাস বেতন দিতে ব্যর্থ হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিষদ ভেঙে দেয়ার প্রস্তাব করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রবিবার এক সংলাপে তিনি বলেন, যদি আমরা একটা পৌরসভা করি, ১২ মাসের বেশি বেতন দিতে না পারি।
‘আমি প্রস্তাব করতেছি, মনে করতেছি এটা অ্যাক্টে আসবে, যারা নাকি ১২ মাসের বেশি বেতন দিতে পারবে না কর্মচারীদের, তাদের পরিষদ ভেঙে দেয়া হবে।’
ধর্ষণ মামলার প্রতিবেদনে গরমিল: সিভিল সার্জন-এসপিকে তলব
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন মন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা তাদের নিজস্ব আইন অনুযায়ী চলে এবং নিজেদের আয়ে পরিচালিত হবে, এমনটাই আইনে বলা আছে। এ সময় মানুষ ট্যাক্স দিতে পারেন না, এটা বিশ্বাসযোগ্য নয়।
তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয়ের উৎস তৈরির জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাসও দেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হলে স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের শক্তিশালী করলে হবে না, জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। কেউ জবাবদিহিতার বাইরে নয়।
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে। এসডিজি লক্ষ্য অর্জনেও সাফল্য রয়েছে। এর মধ্যেও শহুরে দারিদ্র্য এখনো একটা বড় চ্যালেঞ্জ। মহামারীর কারণে সেই চ্যালেঞ্জ আরো বেড়েছে। এসব বিষয় আমাদের আলোচনায় আনা দরকার।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালউদ্দিন আহমেদ, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম আলোচনা করেন।
স্বাআলো/এসএ