জমি নিয়ে দ্বন্দ্ব: দু’গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে বাকিনুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৮ জন।

নিহত বাকিনুর ইসলাম (৩৫) ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা।

রবিবার সন্ধ্যার দিকে ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

যশোর-মাগুরা সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: নিহত ১, আহত ৩

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল মেম্বারের সাথে একটি জমির মালিকানা নিয়ে সেলিম মিস্ত্রির সাথে দীর্ঘদিনের বিরোধ ছিলো। রবিবার বিকেলের দিকে সেলিম মিস্ত্রী সেই বিতর্কিত জমিতে গেলে প্রতিপক্ষ শহিদুল মেম্বারের সহযোগীদের সাথে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে শহিদুল মেম্বারের সহযোগীরা বাকিনুর ইসলামের মাথায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে বাকিনুরের মৃত্যু হয়। আহত হোন আটজন

সংঘর্ষে আহত আটজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশংকাজনক।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ