নাগেশ্বরী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ফাকুর জয়

পৌরসভা নির্বাচনে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলুকে (নৌকা) হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু ( নারকেল গাছ) প্রতীক বিজয়ী হয়েছেন।

তাদের প্রাপ্ত ভোট স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু ( নারকেল গাছ) ১১৯৭৪ ও আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু ( নৌকা) ৫৭২৬

অন্য প্রার্থীদের মধ্যে আব্দুর রহমান মিয়া (লাঙল) ৯৩০৭, রফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৬৮৭১ এবং শহিদুল ইসলাম ( ধানের শীষ) ৮০৯ ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রে কোথাও কোন প্রকার সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্বাআলো/আরবিএ