নির্বাচনে বিজয়ী হয়েই খুন কাউন্সিলর

পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।

ছুরিকাঘাতের পর তারিকুল ইসলামকে শহরের প্রাইম হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফানাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/আরবিএ