নোয়াখালী বসুরহাট পৌরসভায় নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা পরাজিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর বাসায় মিষ্টি নিয়ে দেখা করতে গেছেন।
রবিবার বিকেল ৩টায় বসুরহাট কলেজ রোডেরস্থ কামাল চৌধুরীর বাসায় যান তিনি।
বিপুল ভোটে জয়ী হলেন আলোচিত কাদের মির্জা
পরে তিনি মফজল রোডস্থ জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসাইনের বাসা মিষ্টি নিয়ে দেখা করেন।
বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। শনিবার সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
তিনি জানান, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আ.লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৩৮ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।
স্বাআলো/এসএ