বাগেরহাট পৌর নির্বাচনে মেয়রসহ ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাগেরহাট: নির্বাচন কমিশনের ঘোষিত ৪র্থ ধাপে তফসিল অনুযায়ী বাগেরহাট পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি।

রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনীত দুই প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বেলা ১১ টার দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান হাবীবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।

আর বেলা ২ টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত পৌর চেয়ারম্যান আতাহার হোসেন আবু মিয়ার ছোট ছেলে এসএম নিয়াজ হোসেন শৈবাল জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

খুলনা বিভাগের সাত পৌরসভায় নৌকা, একটিতে মশাল জয়ী

মনোনয়ন দাখিলের সময় স্ব-স্ব দলের নেতা-কর্মীসহ দু’জন প্রার্থীর স্বজনরা উপস্থিত ছিলেন।

বিকলে ৫টা পর্যন্ত বাগেরহাট পৌরসভা নির্বাচনে দুই মেয়রসহ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন।

তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন। কাউন্সিলর পদে একক প্রার্থীরা হলেন, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আব্দুল বাকি তালুকদার, ৭নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ শনিবার সন্ধ্যা ৬টার দিকে জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে দুইজন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩টি সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন। মনোনয়ন দাখিল পর্যন্ত কোনো অপ্রীতিকর কোন ঘটনা হয়নি।

১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৮ হাজার ২০০ জন ভোটার রয়েছে।

স্বাআলো/এসএ