মসজিদ নিয়ে হত্যা ধর্মের নামে ভণ্ডদের হিংস্রতা

মসজিদ একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানরা সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায় করেন। যারা মসজিদে যান তারা নিশ্চয় আল্লাহভীরু ধর্মপ্রাণ মানুষ। কিন্তু যারা এই পবিত্রতম প্রতিষ্ঠানটি নিয়ে মারামারি হানাহানি করে তারা কোন মতেই আল্লাহভীরু ধর্মপ্রাণ হতে পারে না। তারা ভণ্ড। ধর্মের নামে তারা মানুষের চোখে ধুলো দিয়ে ফায়দা হাসিলের পথ খোঁজে। তারপর তারা যদি হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটায় তাহলে তারা বড় পাপিষ্ঠ তাতে কোন বিতর্ক নেই। তারা সন্দেহাতীতভাবে সমাজের নিকৃষ্ট জীব।

গত ১৫ জানুয়ারি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দক্ষিণ কাশিবাটি গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছেন। তার নাম নজরুল ইসলাম পাড় (৫৮)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, আবদুল কালাম (৩০),আবদুস ছাত্তার (২৪) ও শাহাজাহান মোড়ল (৩৫)। তাদের ভর্তি করা হয়েছে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে।

ওই দিন বিকেল তিনটার দিকে এ মারামারি সংঘটিত হয়।কেউ বলছেন নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা হত্যা করা হয়েছে । আবার কেউ বলছেন তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।

আরো পড়ুন>>>সহিংস পৌর নির্বাচন

১৫ জানুয়ারি ছিল দক্ষিণ কাশিবাটি জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করার দিন। সে অনুযায়ী বিকেল তিনটার দিকে কমিটি গঠন করার জন্য স্থানীয় এলাকার লোকজন মসজিদে যান। কে সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন, তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমান মোড়লের সঙ্গে দক্ষিণ কাশিবাটি গ্রামের বজলুর মোড়ল ও খায়রুল ইসলাম সরদারের বিরোধ লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ধাক্কাধাক্কি ও মারপিটের একপর্যায়ে নজরুল ইসলাম মারা যান।

ধর্ম নিয়ে আমাদের কোন কঠাক্ষ নেই। মসজিদকে আমরাও পবিত্র জ্ঞানে মান্য করি। যারা মসজিদ কমিটি নিয়ে মারামারি করলেন তারা কোন জ্ঞানে কাজটি করলেন তা জানতে ইচ্ছে করে। তারা মানুষ হত্যা যে খুনীর তালিকায় নাম লেখালেন তাতে কি কোন সন্দেহ আছে? পিটিয়ে হোক আর পড়ে গিয়ে হোক এ মৃত্যুর জন্য কি সংঘাতে জড়িতরা দায়ী নয়? ইসলামে কি বিনা কারণে মানুষ হত্যা মহাপাপ নয়? তবুও তো তারা সমাজের মানুষকে ধর্ম শেখাতে আসেন। মানুষ মহান আল্লাহ সৃষ্ট আর মসজিদ মানুষে নির্মাণ করে। সেই মসজিদ নিয়ে গণ্ডগোল করে তারা আল্লাহ সৃষ্ট মানুষকে হত্যা করছেন কোন বিবেচনায়?আসলে এসব বিবেকহীন মানুষের হাতে ধর্ম চলে যাওয়ায় আজ যত বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

স্বাআলো/আরবিএ