যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক কিশোরের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার জামদিয়া ইউনিয়নের রঘুরামপুরের একটি খালের ভেতর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রেমিকার বাসায় মিললো প্রেমিকের লাশ
এলাকাবাসী জানায়, আজ সকাল ৯টার দিকে স্থানীয় এক মহিলা মরদেহটি দেখতে পেয়ে চৌকিদারকে জানান।পরে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাত ওই কিশোরের পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট ও গায়ে গোলাপী রঙের টি-শার্ট পরা ছিলো।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় খোঁজ নেয়া হচ্ছে।
স্বাআলো/এসএ