যশোর: কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দুই ভাইকে মারপিট করে মোবাইল ফোন ও রুপার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার সুলতানপুর স্কুলের পাশে এক বাড়িতে ঘটে।
মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন/চার জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলো, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার রশিদ, রাব্বি ও রুমি।
যশোরে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার!
ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, আসামিরা রফিকুল ইসলামের বাড়ির পাশে কলাগাছ জোরপূর্বক কাটলে রফিকুল ইসলাম শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে প্রতিবাদ করেন। পরে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় রফিকুল ইসলামকে গালিগালাজের এক পর্যায় মারপিট শুরু করে। রফিকুল ইসলামের ভাই তরিকুল ইসলাম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে তার কাছে থাকা ১২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও গলা থেকে ৫ ভরি ওজনের রুপর চেইন ছিনিয়ে নেয়া হয়। এসময় হামলাকারিরা তরিকুল ইসলামকে ছুরিকাঘাত ও রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাআলো/এসএ