যশোর-মাগুরা সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: নিহত ১, আহত ৩

যশোর-মাগুরা সড়কের শতখালীতে (শতখালী জুট মিলের সামনে) যাত্রীবাহী মামুন পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন।

রবিবার দুপুর দুইটার দিকে মাগুরার শালিখা থানার শতখালী বাজারে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার মোহাম্মাদ মিলনকে (৩০) আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত ট্রাক ড্রাইভার মোহাম্মাদ মিলন যশোরের বাঘারপাড়ার রাঘবপুরের বাসিন্দা। গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোরে ভ্যানের নিচে চাপা পড়ে বৃদ্ধা নিহত

আহতরা হলেন হলেন, বাসযাত্রী মাগুরা জেলার শালিখার সাগর হোসেন (২০), যশোরের রাজগঞ্জের শওকত আলী (৫০), খুলনার পাইকগাছার মুনসুর আলী (৪০)।

দুর্ঘটনায় আহত সাগর হোসেন বলেন, হঠাৎ করেই আমাদের বাসকে একটি ট্রাক সামনে থেকে ধাক্কা মারলে আমি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দেখি আমাকে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় চারজন হাসপাতালে ভর্তি হওয়ার পরে ড্রাইভার মারা যায়। দুর্ঘটনায় আরো কয়েকজন সামান্য আহত হয়।

স্বাআলো/এসএ