চাঁপাইনবাবগঞ্জ: অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলার সকল পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা।
সোমবার ১১টায় শহরের উপকণ্ঠ বারঘরিয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
আরো পড়ুন>>> সেশন ফি নামে অতিরিক্ত অর্থ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন শিক্ষামন্ত্রী
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদি হাসান, আজিম উদ্দিন প্রমুখ।
চার দফা দাবিগুলো হলো: কোনভাবেই ১ বছর ইয়ার লস মানি না, ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেয়া, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন বৃদ্ধি করা।
স্বাআলো/এসএ/এস