আওয়ামী লীগের নতুন মিশন

আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অগ্রসর হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার প্রচেষ্টায় বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়েছে বহুদূর। আর এর সর্বশেষ উদাহরণ করোনাকালে দেশের অর্থনীতি, প্রশাসনিক এবং সামাজিক কার্যক্রম গতিশীল রাখা। করোনাকালে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকার মূল কারণ ছিলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সরকারের বিচক্ষণ নীতি।

বিশেষ করে করোনাকালেও বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা স্বচল ছিলো মূলত ডিজিটাল প্রযুক্তির কারণে। মাঠ প্রশাসন থেকে শুরু করে ব্যাংকিং ব্যাবস্থা স্বচল রাখা গেছে মূলত তথ্য প্রযুক্তির কারণেই। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হিসেবে উঠে এসেছে।

দুই নেতার কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ

এখন আওয়ামী লীগের সামনে টার্গেট দলীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসম্পন্ন নেতাকর্মী গড়ে তোলা। আর এ লক্ষে সম্প্রতি তথ্য প্রযুক্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মাধ্যমে তৃণমূলে একটা বার্তা যাচ্ছে যে নেতাকর্মীদেরকে প্রযুক্তি জ্ঞান রাখতে হতে হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের হাত ধরেই মূলত বাংলাদেশের প্রযুক্তিগত বিপ্লব হয়েছে সুতরাং আমাদের কর্মীদেরকে প্রযুক্তি জ্ঞান রাখতে হবে। আর এ লক্ষেই আমরা তথ্য প্রযুক্তিবিষয়ক কর্মশালা করেছি। আমাদের লক্ষ্য সারাদেশে এক লাখ সাইবার যোদ্ধা তৈরি করা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে সেই বিষয়টা দেখতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশকে ডিজিটাল করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এখন তারা দলীয় নেতাকর্মীদের জিডিটাল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সাইবার যোদ্ধা তৈরি চেষ্ঠা করছে। বাংলাদেশে যেহেতু ধর্মীয় অপব্যাখা দিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের উস্কে দেয়া হয় কাজেই এ ধরনের উস্কানির বিষয়ে এই সাইবার যোদ্ধারা ভূমিকা রাখতে পারবেন। এছাড়া আওয়ামী লীগ তাদের দলীয় কার্যক্রম এবং নির্বাচনি প্রচারণা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাইছে এই সাইবার যোদ্ধা তৈরি করার মাধ্যমে।

স্বাআলো/এসএ