আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু

রংপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মুন্নি আক্তার ও খেজমতি বেগম নামের দুই নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে মুন্নি আক্তারের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ও খেজমতি বেগমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলায় বলে জানা গেছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ প্রধান।

চুয়াডাঙ্গায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

তিনি জানান, আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুন্নী আক্তার ও খেজমতি বেগম। রবিবার সকালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মুন্নী আক্তারের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিলো।

সোমবার সকালে খেজমতি বেগমের মৃত্যু হয়। শনিবার সকালে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিলো। আগুনে তার শ্বাসনালী পুড়ে গেছে।

বার্ন ইউনিটের প্রধান আরো জানান, এ নিয়ে চলতি মাসে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৭ জন নারী ও শিশু চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্বাআলো/এসএ