একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো ৬৯৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ২৮ হাজার ৩২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৩৬ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৭৩ হাজার ১৭৩ জন করোনা থেকে সুস্থ হলো।

এবার আইসক্রিমে করোনাভাইরাস

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রবিবার দেশে আরো ৫৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৩ জন।

স্বাআলো/এসএ