কারামুক্তির তিনদিন আগেই কয়েদির মৃত্যু

কুড়িগ্রাম জেলা কারাগারে কারামুক্তির ৩ দিন আগেই অরবিন্দ (৬৫) নামে কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে ।

অরবিন্দ ভ্রাম‌্যমাণ আদালতে মাদক সংক্রান্ত অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ।

রবিবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আগামী ২০ জানুয়ারি তার কারা মুক্তির তারিখ ছিলো।

কুড়িগ্রামের জেলার শরিফুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মৃত ওই কয়েদি কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বাজেমজুরাই গ্রামের বাসিন্দা। তার মৃত‌্যুর খবর পরিবারকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

 জেলার শরিফুল আলম জানান, অরবিন্দ‌ মাদকসংক্রান্ত অপরাধে ভ্রাম‌্যমাণ আদালত কর্তৃক এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

আরো পড়ুন>>>কুড়িগ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

গত ২১ ডিসেম্বর থেকে সে সাজা ভোগ করছিল। আগে থেকেই সে অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিল। রবিবার সন্ধ‌্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। সেখানে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাআলো/আরবিএ