চুয়াডাঙ্গায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

চুয়াডাঙ্গায় ইঞ্জিন চালিত আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নিহত দুই জন হলেন, আব্দুল্লাহ আল মাসুম (২৭) ও তার স্ত্রী লিভা খাতুন।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার হাতিকাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

আহতরা হলেন, আলমসাধু চালক সজিব (১৪) ও হাতিকাটার গ্রামের সেলুন মোল্লা (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা মোড়ে মোটরসাইকেল ও অবৈধ ইঞ্জিন চালিত আলমসাধু মুখোমুখি সংঘর্ষ হয়ে পাশের একটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে আলমসাধুটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা নিহত আব্দুল্লাহ আল মাসুমের স্ত্রী লিভা খাতুন, চায়ের দোকানের বসে থাকা সেলুন মোল্লা ও আলমসাধু চালক গুরুতর আহত হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার ও ডিফেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আব্দুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই পুলিশ সদস্য নিহত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, হাসপাতালের নেয়ার পূর্বেই আব্দুল্লাহ আল মাসুমের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিকেলেই স্ত্রী লিভা খাতুনকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথের মধ্যে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান অবৈধ ইঞ্জিন চালিত আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করছেন।

স্বাআলো/এসএ