সংসদ অধিবেশন পরিচালনার জন্য প্রত্যেক অধিবেশনের ৫ জন করে প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার।
সোমবার শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে ৫ জন প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কার্যপ্রণালীবিধি অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তীতা অনুসারে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।
আইনের শাসন সুসংহত করতে বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি
একাদশ সংসদ অধিবেশন পরিচালনার জন্য প্যানেল সভাপতি মনোনিত করা হয়, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
স্বাআলো/এসএ