যশোরে বীর মুক্তিযোদ্ধা, স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রয়াত উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হোসেন (গুরুদেব)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৩০জন সদস্য ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে আজ বিকাল সাড়ে চারটায় স্বপ্নদেখো’র নিজ কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, মরহুম আবুল হোসেন (গুরুদেব) অত্র অঞ্চলের মানুষের এক শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত ছিলেন। প্রতিভাধর ব্যক্তি হিসেবে দীর্ঘদিন থেকেই ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রেখেছেন। সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল পুরোধা হিসেবে মানুষের অন্তরে তিনি চিরদিন বেঁচে থাকবেন।
স্বাআলো/এস/এসএ