মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষা এপ্রিলে, বাড়ছে ১১০০ আসন: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। এ পরীক্ষা আগামী এপ্রিলে হতে পারে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‌সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ১১০০’র মতো আসন বাড়ানো হবে। এর ফলে আরো অধিক সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে।

২৬ জানুয়ারির মধ্যে দেশে আসবে সেরামের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়।

স্বাআলো/এসএ