মেসির লাল কার্ড, ফাইনালে হার বার্সার

১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটিই হলো বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল আর্জেন্টাইন কিংবদন্তিকে।

ম্যাচের একেবারে শেষমুহুর্ত। দল পিছিয়ে ৩-২ গোলে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলার ভিয়ালারবিয়া শুরুতে একবার ধাক্কা দেন তাকে। এরপর দৌড়াতে গেলে আবারো তাকে ধাক্কা দেন ভিয়ালারবিয়া। রাগ সামলাতে না পেরে থাপ্পড় মেরেই এগিয়ে যান মেসি।

এদিকে রবিবার রাতে সেভিয়ায় ফাইনাল ম্যাচে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বিলবাও। গ্রিজমানের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বার্সেলোনাকে।

স্বাআলো/আরবিএ