একের পর এক চমক দেখাচ্ছেন সামাজিক মাধ্যমে সাড়া জাগানো আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি হাজির হতে যাচ্ছেন পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসন রূপে!
মঙ্গলবার হিরো আলমের নতুন গানের ভিডিওতে তাকে এই বেশে দেখা যাবে।
তবে ‘কালা মাইকেল জ্যাকসন’ শিরোনামের ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে শুটিংয়ের সময়কার ভিডিও প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার মনে হয় কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে। আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি না। প্রত্যেকের একটি ভক্তশ্রেণী রয়েছে। আমারো একটি ভক্তশ্রেণী রয়েছে যারা আমার গান দেখে শোনে। আমি তাদের জন্যই কাজ করি।
আরো পড়ুন>>> সেই হিরো আলম তিন নায়িকা নিয়ে আসছে
গান গেয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হিরো আলম। তবে থেমে থাকেননি। সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে ১০টি গান গেয়ে ফেলেছেন তিনি।
শুরুতে মূলত অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতেন হিরো আলম। কিন্তু গত বছর ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানের মধ্য দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এরপরই বাংলা, হিন্দি ও ইংরেজি গান প্রকাশ করে চলেছেন হিরো আলম।
স্বাআলো/এস