খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় পাট বোঝাই ট্রাকের সঙ্গে মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে বেগ আনিসুর রহমান (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জামিয়া কারিমিয়া মাদরাসা সংলগ্ন জাব্দিপুর বালুরমাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আনিসুর খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, পাট বোঝাই ট্রাক বেজেরডাঙ্গা আয়ান জুট মিল থেকে রেলগেট বিশ্বাস জুট ট্রেডার্সে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে পথিমধ্যে খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রার সামনে থাকা বেগ আনিসুর রহমান ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরো পড়ুন>>>খুলনায় সাংবাদিক হুমায়ুন কবীরকে হত্যা, পাঁচ আসামির যাবজ্জীবন
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার জানান, খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি টিম রাত পৌনে ৮টায় নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্বাআলো/আরবিএ