নিষিদ্ধ লিওনেল মেসি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে শিরোপা হারায় বার্সেলোনা। হেরে যাওয়ার ম্যাচে লাল কার্ড পেয়েছেন মেসি। জন্ম দিয়েছেন নতুন সমালোচনার।

এ ঘটনার পর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি মেসির ভাগ্য নির্ধারণে বসে। সেখানেই সিদ্ধান্ত হয় মেসির এই দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

আরো পড়ুন>>> মেসির লাল কার্ড, ফাইনালে হার বার্সার

এর আগে ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে কখনোই লাল কার্ড পাননি মেসি। বার্সেলোনার হয়ে এখনো পর্যন্ত ৭৫৩টি ম্যাচ খেলে ফেলেছেন।

লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এমনটা ঘটেনি কোনোদিন। গত ম্যাচে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়কে থাপ্পড় মেরে খেয়েছেন লাল কার্ড।

স্বাআলো/এস