বাগেরহাট: মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দেয়া ৩৫টি বসতঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে।
আশ্রায়ন প্রকল্পের আওতায় উপজেলার গাংনী ইউনিয়নের চর-দারিয়ালা এলাকায় সদ্য পুনঃখননকৃত আঠারোবাকী নদীর পাড়ে এ গৃহ নির্মাণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দেয়া এ ঘরে বসবাস করবেন নির্ধারিত ভূমিহীন ও গৃহহীন ৩৫ পরিবার।
যারা আগে অন্যের জমিতে, কেউবা কারো বাড়ির এক কোণে, আবার কেউ রাস্তার পাশে ঝুপড়ী ঘরে সমাজের বোঝা হয়ে জীবন কাটাতেন। তারা আজ প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে খুবই পুলকিত।
এ বসতঘর পাওয়া দ্বিন মোহাম্মাদ ফকির বলেন, আমি পরিবারের সকলকে নিয়ে ইউনিয়ন পরিষদে অস্থায়ীভাবে বসবাস করতাম। নিজের নামে বাড়ি পেয়ে অত্যন্ত খুশি।
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর উপহার: ঘর পাবে ১১৪৮টি পরিবার
অপর উপকারভোগী স্বরূপ জান বেগম বলেন, আমাদের ঘর ও জমি কিছুই ছিলোনা পরের জমিতে অস্থায়ীভাবে বসবাস করতাম। ছেলে-মেয়েসহ ৫/৬ জনের পরিবার নিয়ে অনেক কষ্টে বিগত সময় পার করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
মোল্লাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল বলেন, ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে ২ শতাংশ জমিসহ ২ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২ বেড, একটি করে কিচেন ও বাথরুম এবং একটি বারান্দা বিশিষ্ট পাকা টিনশেডা ঘর তৈরি সম্পন্ন হয়েছে। এখানে খেলার মাঠ, রাস্তা ও ডিপ-টিউবওয়েলসহ আরো কিছু জরুরী কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া এ গৃহ প্রদান করা হচ্ছে।
আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার গৃহ উপকার ভোগীদের মাঝে প্রদান করতে পারেন বলেও জানান তিনি।
স্বাআলো/এসএ