প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকেই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির কথা ভাবছেন। স্বপ্ন যাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি, বাকি সময়টুকু কাজে লাগিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৫০টি প্রশ্ন ও উত্তর, এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসতে পারে:
০১) বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?
উত্তর: ১১ডিসেম্বর ২০১৭ সালে
০২) মুজিবনগর কোথায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর জেলায়
০৩) ৬ দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে
০৪) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন
০৫) মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৮নং সেক্টরে
০৬) বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
০৭) বাংলাদেশেরপরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে
০৮) মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাটলিপুত্রে
০৯) বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তর: রাজা শশাঙ্ক
১০) “শাহ্ ই বাঙ্গালা”কার উপাধি?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ
আরো পড়ুন>>> প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১১) কবে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯ সালে
১২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম.ইউসুফ আলী
১৩) স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৪ এপ্রিল ১৯৭২ সালে
১৪) রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: রংপুর ও শেরপুরে
১৫) বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?
উত্তর: ৭টি
১৬) বর্তমানে মোট উপজেলা কতটি?
উত্তর: ৪৯২টি
১৭) বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?
উত্তর: দর্শনা-জগতি(কুষ্টিয়া)
১৮) Correctly spelt word.
উত্তর: heterogeneous
১৯) Among is a preposition that is used when…..
উত্তর:: more than two
আরো পড়ুন>>> প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর-২
২০) Which period is known as the “The golden age of English literature”?
উত্তর: The Elizabethan age
২১) Which one is the correct indirect narration?
উত্তর:: No correct answer
২২) Which word is closest in meaning to “Franchise”?
উত্তর: Privilege
২৩)‘Jacobean Period’ of English Literature refers to-
উত্তর: 1603-1625
২৪) A retired officer lives next door. Here the underlined word is used as a/an:-
উত্তর: participle
২৫) Eight men were concerned___ the plot.
উত্তর: with
২৬) When the water___ it turns into ice.
উত্তর: freezes
২৭) Which one is the correct antonym of ‘frugal’?
উত্তর: spendthrift
২৮) ‘Take the bull by the horse’ means.
উত্তর: To challenge the enemy with courage
২৯) I still have ___ money.
উত্তর: a little
৩০)“For God’s sake hold your tongue and let me love”.
উত্তর: John Donne
আরো পড়ুন>>> প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর-৩
৩১) Tourists____their reservations well in advance if they want to fly to Cox’s Bazar.
উত্তর: had better get
৩২)The sun went down.
উত্তর: adverb
৩৩)Author of ‘Man and Superman’.
উত্তর: G.B. Shaw
৩৪) The most famous satirist in English literature is
উত্তর: Jonathan Swift
৩৫) Mutton is….
উত্তর: Material noun
৩৬) Who is not Victorian poet?
উত্তর: Alexander Pope
৩৭) Famous Indian famous novelist.
উত্তর: R. K.Narayan
৩৮) The word ‘Panegyric’ means.
উত্তর: elaborate praise
৩৯) ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ১৫ জন লোক ঐ কাজ কত দিনে করতে পারবে?
উত্তর: ২০ দিনে
৪০) একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?
উত্তর: ৫০ জন
আরো পড়ুন>>> প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর-৪
৪১) ২০০ জন লোক যে খাদ্য ২০ দিন খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?
উত্তর: ১০০ জন লোক
৪২) একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?
উত্তর: ৪ জন
৪৩) কোনো শিবিরে ১২০০ সৈন্যের ২০ দিনের খাদ্য আছে। ওই শিবির হতে ৪০০ সৈন্য চলে গেলে বাকি সৈন্যের ওই খাদ্য কত দিন চলবে?
উত্তর: ৪২ দিন
৪৪) ৫+৮+১১+১৪+……….ধারাটির কোন পদ ৩৮৩?
উত্তর: ১২৭
৪৫) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর, পুত্রের বর্তমান বয়স কত?
উত্তর: ১২ বছর
৪৬) তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭, মধ্যম সংখ্যাটি কত?
উত্তর: ১৯
৪৭) একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয় সংখ্যাটি কত?
উত্তর: ১৮
৪৮) ক, খ থেকে ১৩ বছরের বড়। গ,খ অপেক্ষা ৭ বছরের ছোট। ক ও গ এর বয়সের অনুপাত ৯:৫। তাহলে গ এর বয়স কত?
উত্তর: ২৫ বছর
৪৯) মাতার ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৪ গুন। তাদের প্রত্যেকের বয়স কত ?
উত্তর: ৪৮ বছর
৫০) একখানা গাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির হার কত?
উত্তর: ২০%
স্বাআলো/এস