‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। প্রধানমন্ত্রীর তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। এ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের উদ্দেশ্য রওনা হবেন ফারিয়া।
সম্প্রতি সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন শেখ হাসিনা চরিত্রে নিজের প্রস্তুতিসহ বিভিন্ন তথ্য। ফারিয়ার ইচ্ছা ছিলো, এ সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে হলেও ইতিহাসের হওয়ার। তার ভাষায়, যদি বুয়ার চরিত্রও পেতাম তাহলেও আমি করতাম।
অডিশনে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ২০১৯ সালের মার্চ বা এপ্রিল। মুম্বাইতে আমার গানের শুটিং করছিলাম। ফোনে অডিশনের খবর জানানো হয়েছিলো, তখন কলকাতায় ছিলাম। আমার অডিশন ছিলো প্রথম দিন সকাল আটটায়। প্রথম লটেই আমার অডিশন হয়েছে। তখন বললো, কিছু দেয়া যাবে না। মুখটা ধুয়ে আসেন। মুখ ধুয়ে আমি জাস্ট ঢুকলাম আর শ্যাম বেনেগালকে সামনাসামনি দেখতে পেলাম। তারপর আমাকে ডায়লগ দেয়া হলো, আমি অডিশন দিলাম।
আরো পড়ুন>>> ছোট আপার (শেখ রেহানা) চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে
অডিশন দিয়ে অভিনেত্রী চলে গিয়েছিলেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে। সেখানে থাকা অবস্থায় জানতে পেরেছেন শেখ হাসিনা চরিত্রে নির্বাচিত হয়েছেন তিনি। চূড়ান্ত হওয়ার খবরে চিৎকার করে ওঠেন ফারিয়া।
কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? উত্তরে ফারিয়া বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনেক বিষয় জানতে পেরেছি। গওহর রিজভী স্যার অনেক বিষয়ে সাহায্য করেছেন। রিসার্চ টিম থেকেও সহায়তা পেয়েছি।
স্বাআলো/এস