ভারতের গুজরাটের সুরাটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৫ জন শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার মধ্যরাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে সুরাতে কোসাম্বার কাছে পিপলোদ গ্রামে রাস্তার ওপর শুয়ে ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। রাতের অন্ধকারে, ওভারটেক করতে গিয়ে প্রথমে একটি আখ-বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় ঘাতক ট্রাকটির। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তায় ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয় ওই ট্রাক।
আরো পড়ুন>>>ভারত থেকে ২০ লাখ টিকা আসছে বুধবার
ঘটনাস্থলেই একটি বাচ্চা মেয়ে-সহ ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরো কয়েকজনকে উদ্ধার করে সুরাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসা চলাকালীন, আরো তিনজনের মৃত্যু হয় বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় আরো ৩ জনের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, মৃত এবং আহতরা সকলেই রাজস্থানের বাঁসওয়াড়া জেলার কুশলগটের বাসিন্দা। ঘটনায় মৃতদের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
স্বাআলো/আরবিএ