রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের বৈঠক আজ

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের বৈঠক আজ মঙ্গলবার। তিন দেশের পররাষ্ট্রসচিবের অংশগ্রহণে দুপুরে অনুষ্ঠিত হবে এই ভার্চুয়াল বৈঠক।

যেখানে আগামী এপ্রিল-মে এর মাঝে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে জোর দেবে বাংলাদেশ। ২০১৮ তে চীনের মধ্যস্থতায় ত্রি-পাক্ষীয় বৈঠক হলেও কোন সমাধান পাওয়া যায়নি। তবে আজ দ্বিতীয় দফা বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আশাবাদী কূটনীতিকরা।

ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, পরিবার ভিত্তিক যাচাই বাছাইয়ের পর রাখাইনে পাঠানো হবে রোহিঙ্গাদের। এ পর্যন্ত প্রত্যাবাসনের জন্য ছয় দফায় ৮ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। বিপরীতে মাত্র ৪২ হাজার রোহিঙ্গার তথ্য ফেরত দিয়েছে মিয়ানমার।

আরো পড়ুন>>>নতুন বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে ২০১৭ সালের আগস্টে সেনা অভিযানের সময়ে নিষ্ঠুর নিপীড়নের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ফেরত পাঠাতে একই বছরের ২৩ নভেম্বর দুদেশের মধ্যে চুক্তি সই হয়।

স্বাআলো/আরবিএ