অভয়নগর প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকে অব্যাহতি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অভয়নগর শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে তপন মন্ডলকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মাছুদুর রহমান ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। তাকে স্থায়ীভাবে কেন অব্যাহতি প্রদান করা হবেনা তা আগামী সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

স্বাআলো/আরবিএ