ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার পাশাপাশি বৃহস্পতিবার বেসরকারিভাবে আরো ১৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিদেশে কর্মসংস্থান তৈরি ও যৌথভাবে কৃষি কাজ’ নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারিভাবে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসছে। বৃহস্পতিবার ভারত সরকারের উপহার ২০ লাখ টিকার আসার পর পরই টিকাদান শুরু করে দিবো।
ভিভিআইপিরা নয়, ফ্রন্টলাইনাররাই আগে পাবেন করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
জানা যায়, ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে পৌঁছাবে। সেখান থেকে টিকা নিয়ে রাখা হবে রাজধানীর তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরেজে।
আর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ আগামী ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।
স্বাআলো/এসএ