একদিনে সাড়ে ১৪ হাজার প্রাণহানি, শনাক্ত ৬ লাখ

বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লাখ

গত একদিনে মৃত্যু হয়েছে ১‌৪ হাজার ৬৭৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৭৪৯ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৬ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪৫৯ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৪৮৬ জন।

আরো পড়ুন>>>একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭৫৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৫১১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

স্বাআলো/আরবিএ