গোপন বৈঠককালে আনসার-আল ইসলামের ৬ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

বুধবার ভোর রাতে নাচোল উপজেলার ফুরসেদপুর ও পাইতালি গ্রামে রাজশাহী মোল্লাপাড়া সিপিসি ক্যাম্পের র‌্যাব সদস্যরা এ অভিযান চালায়।

আটককৃত সদস্যরা হলেন, নাচোল উপজেলার ফুরসেদপুর গ্রামের মোত্তাকিম (৩৮), একই গ্রামের আফজাল হোসেন ওরফে আফজাল (৫৫), শফিকুল ইসলাম ওরফে শফিকুল (৫৩), শহিদুল ইসলাম ওরফে শহিদুল (২৫), বাইরুল ইসলাম ওরফে বাইরুল (৩৭) ও পাইতালি গ্রামের মাসুদ পারভেজ ওরফে পলাশ (৩৬)।

বরগুনায় ৩০০ হাঙরের বাচ্চা উদ্ধার, আটক ১৩

রাজশাহী র‌্যাব-৫ ক্যাম্প হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সক্রিয় সদস্যরা সাংগঠনিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠককালে বুধবার রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত জেলার নাচোল উপজেলার ফুরসেদপুর ও পাইতালি গ্রামে অভিযান চালায় রাজশাহী মোল্লাপাড়া সিপিসি ক্যাম্পের র‌্যাব সদস্যরা।

স্বাআলো/এসএ