যশোর: চার দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। আজ বুধবার বাংলাদেশ আইনজীবী সনদ আন্দোলনের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আইন সনদ পরীক্ষার তিনধাপের জঠিল প্রক্রিয়া বাদ দিয়ে আইনজীবীদের উপজেলা ও গ্রাম আদালতে কার্যক্রম বিস্তৃত করতে হবে। এক বছর শিক্ষানবিশকাল ধরে বার কাউন্সিলের তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে আইনজীবী সনদ দিতে হবে। বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমন্বয় সভার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে আইন বিষয়ে স্নাতক পর্যায়ে কাম্য শিক্ষার্থী নির্ধারণ করে বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে আইনের শিক্ষার্থী সংখ্যা, সিলেবাস ও পেশাগত সংকটের সমাধান করতে হবে। এছাড়া মামলায় নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষানবিশদের অংশগ্রহণের ব্যবস্থা, বার কাউন্সিলের তত্ত্বাবধানে আইনজীবী অন্তর্ভূক্তিকরণের পূর্ব পর্যন্ত নূন্যতম শিক্ষানবিশ সম্মানী ফি নির্ধারণ ও তা সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম-আহবায়ক রুমী রহমান, আমিনুল ইসলাম, মহিউদ্দিন রুমী প্রমুখ।
শিক্ষানবিশ আইনজীবীদের দাবির সাথে সংহতি জানান যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল।
স্বাআলো/এসএ