চৌগাছার ধূলিয়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অভিষেক

চৌগাছা: যশোরের চৌগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধূলিয়ানী ইউনিয়ন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধূলিয়ানী ইউপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সঞ্চালনায় ও মোফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।

চৌগাছা পাবলিক লাইব্রেরির নতুন কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা পৌর কমিটির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়া, সদস্য সুমন হোসেন, জগদীশপুর ইউনিয়নের সভাপতি শ্রী তপন কুমার, সদস্য অমরেশ কুমার, পাশাপোল ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান বাপ্পী, সহ-সভাপতি মনির হোসেন, নারায়ণপুর ইউনিয়নের সভাপতি মেসবাহ উদ্দীন ইটু, ফুলসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক তুষার হোসেন, ধূলিয়ানী ইউনিয়নের নেতা মাষ্টার ফারুক হোসেন, মাষ্টার আব্দুল আলীম, ছাত্রলীগনেতা এইচ এম ফিরোজ, আব্দুল্লাহ আল মাসুমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্বাআলো/এসএ