নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সদর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
৫০ জন কৃষকের ৫০ একর জমিতে সরকারি খরচে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা লাগানো হবে এবং পরবর্তীতে সরকারি খরচে এ জমির ধান কাটা কেটে দেয়া হবে। এ আগে এ ৫০ জন কৃষকের মাঝে ৩০০ কেজি উচ্চ ফলনশীল ধানের চারা এবং বিনামূল্যে সার বিতরণ করা হয়।
স্বাআলো/আরবিএ