নড়াইল পৌরসভায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরার পক্ষে প্রচারের সময় হামলার অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ৫ জন আহত হয়। শহরের দুর্গাপরে এ ঘটনা ঘটেছে । আগামী ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে নড়াইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় প্রার্থী আঞ্জুমান আরার মেয়ে সঞ্চিতা আহম্মেদ ৬০ জনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করেছে। এদিকে মঙ্গলবার দিনগত রাতে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

আরো পড়ুন>>>  নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত নড়াইল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন বলেন, হামলার বিষয়ে আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নৌকার সমর্থকরা আমার একজন সমর্থক আবদুল হালিম বাড়ি থেকে আসার সময় তার ওপর হামলা চালায়। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।

নড়াইল সদর থানা ওসি ইলিয়াস হোসেন জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।

স্বাআলো/আরবিএ