প্রথম ওভারেই আঘাত মুস্তাফিজের

ক্যারিবীয় ইনিংসের শুরুতেই আঘাত হেনেছেন মোস্তাফিজুর রহমান। ইনিংসে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সুনীল অ্যামব্রিসকে (৭) লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ১০ মাস পর দেশের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

স্বাআলো/আরবিএ