বাগেরহাট পৌরসভায় ৩ কাউন্সিলর প্রার্থী বিনা ভোটে নির্বাচিত

বাগেরহাট পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীসহ ৩৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা ফরাজি বেনজির আহম্মেদ।

২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য্য আছে। নির্বাচন আগামি ১৪ ফেব্রুয়ারি।

এদিকে, কাউন্সিলর পদে অন্যকোনো প্রার্থী না থাকায় ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আব্দুল বাকি তালুকদার, ৭নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন ফের কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন। বিধিমোতাবেক এ ৩ জনকে নির্বাচিত ঘোষণা করবেন রিটানিং কর্মকর্তা।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বেসরকারিভাবে এ ঘোষণা হতে পারে।

পৌর নির্বাচন: সতীনকে জেতাতে সতীনরা প্রাণান্ত

অপরদিকে, বাগেরহাট পৌরসভায় মেয়র পদে চতুর্থবারের মতো প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক চলতি মেয়র খান হাবীবুর রহমান। তার সাথে ভোটযুদ্ধে রয়েছেন এ পৌরসভার বিগত ৪ বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম এসএম আতাহার হোসেন আবু বড় মিয়ার ছেলে বিএনপি দলীয় প্রার্থী এসএম নিয়াজ হোসেন শৈবাল।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ জানান, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে মেয়র পদে দুইজন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর সবগুলো মনোনয়নয়নপত্র বৈধ।

বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৮ হাজার ২০০ জন ভোটার রয়েছেন।

স্বাআলো/এসএ