বাল্যবিয়ে প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ এবার ঝিকরগাছায়

ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান করা হয়েছে।

বুধবার ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে এ অনুষ্ঠান হয়।

বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে তরুণদের অংশগ্রহণে বহিরাঙ্গন এ অনুষ্ঠান করে থাকে।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।

তিনি বলেন, বাল্যবিয়ে তরুণ-তরুণীদের জীবন ধ্বংস করে দেয়। তাই দেশের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে সম্ভাবনাময় এই জনগোষ্ঠীকে বাল্যবিয়ের ছোবল থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশ বেতারের এ অনুষ্ঠান নিশ্চয় মানুষকে সচেতন হতে ভূমিকা পালন করবে।

ঝিকরগাছায় এক টাকায় জমিসহ ঘর পেলেন ১৯ জন

অনুষ্ঠানে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের সভাপতিত্বে এতে অংশ নেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান আল ফাহাদ, সাংবাদিক এম আর মাসুদ, সরকারি এমএল মডেল হাই স্কুলের ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত।

এ অনুষ্ঠানটি আগামী ৩০ জানুয়ারি শনিবার রাত ৮.১০ মিনিটে ঢাকা-ক এবং এফএম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের এ্যাপসে শোনা যাবে।

স্বাআলো/এসএ