বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা খানেক পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। মাঠে ফিরে আবারো উইকেট উৎসবে মেতেছেন মোস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারে বিদায় দিয়েছেন আরেক ওপেনার জশুয়া ডা সিলভাকে। এর পর তৃতীয় উইকেট পেলেন সাকিব।
এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫। ক্রিজে আছেন ম্যাকার্থি (৮) ও অধিনায়ক জেসন মোহাম্মদ (৩)।
এই ম্যাচ দিয়ে দেশের ১৪তম ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। যদিও তিনি নেতৃত্ব পেয়েছিলেন গত মার্চে। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকায় নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি এ ওপেনার।
স্বাআলো/আরবিএ