যশোরে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

যশোরের বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে মনির হোসেন নামে এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ব শত্রুতার জেরে যশোরে কলেজছাত্রকে গলাটিপে হত্যা, আটক ৫

তিনি জানান, আটক মনির হোসেন কাস্টমস অফিসারের টেবিলে এসে দেশে প্রবেশ করা এক বাংলাদেশিকে ধমক দিয়ে জানতে চান, কাস্টমস অফিসার তার কাছ থেকে কত টাকা নিয়েছে। এ সময় কাস্টমস অফিসার তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। সন্দেহ হলে তার পরিচয়পত্র যাচাই করে দেখা যায় সে ভূয়া কর্মকর্তা।

ওসি জানান, তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

স্বাআলো/এসএ