শুরুতেই বৃষ্টির বাধায় বন্ধ খেলা

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। তবে মাত্র ৩.৩ ওভার খেলা শেষে শুরু হয় বৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

এই ম্যাচ দিয়েই প্রথমবার দর্শকহীন কোনও মাঠে খেলার স্বাদ পেতে যাচ্ছে তামিমরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে করোনার জন্য প্রবেশের সুযোগ পাচ্ছেন না কোনও দর্শক।

স্বাআলো/আরবিএ