সাকিবের হ্যাটট্রিক, চাপে উইন্ডিজ

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর তো সেই এক বছরের নিষেধাজ্ঞা।

প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নেমে এরইমধ্যে তৃতীয় উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসানও। দুই টাইগার বোলারের দাপুটে বোলিংয়ে চাপে পড়ে গেছে সফরকারী দল।

নিজের চতুর্থ ও ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে উইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এরপর নিজের পঞ্চম ওভারের চতুর্থ বলেই এনক্রুমাহ বোনেরকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার।

এর আগে তিনে নামা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে প্রায় দেড় বছর পর ওয়ানডে উইকেটের দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার। এটা আবার ঘরের মাটিতে তার ১৫০তম উইকেট।

স্বাআলো/আরবিএ