অনুমোদনহীন চিপস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

রংপুর নগরীর উপকন্ঠে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জে অনুমোদনহীন একটি চিপস কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কারখানাটির অনুমোদন না থাকায় মালিক জাহিদুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদ হাসান মৃধা।

নকল কয়েল কারখানায় অভিযান, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জে নূর জাহান এগ্রো ফুড নামে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করায় এবং বিএসটিআইয়ের কোন অনুমোদন না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আগামীতেও নিরাপদ খাদ্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এসএ