চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাবেক মেম্বারসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক দুটি স্থান হতে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নাচোল উপজেলার আব্দালপুর গ্রামের (সাবেক ইউপি মেম্বার) আলাউদ্দিন (৬০) ও রাজশাহীর তানোর উপজেলার চোখোর চাকুইট এলাকার আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।
যশোরে খাল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
নাচোল থানার ওসি সেলিম রেজা বলেন, নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনে আলাউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী থানায় খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হেঁটে বাড়ি আসার সময় ড্রেনে পড়ে তার মৃত্যু হয়। অপর দিকে, উপজেলার নেজামপুরের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫) নামে আরো একজনের লাশ করা হয়েছে।
ওসি আরো জানান, রাতে কোনো সময় এ ঘটনা ঘটেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।
স্বাআলো/এসএ