যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সারাবিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করেন কমলা হ্যারিস। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন।
অভিষেকের পরপরই শুভেচ্ছা বন্যায় ভাসছেন বাইডেন ও হ্যারিস। বিশ্বের রাষ্ট্রনেতারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে।
এ তালিকায় রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ইতালির প্রধানমন্ত্রী জুজেপে কোন্তে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পোপ ফ্রান্সিস।
আরো পড়ুন>>>প্রথম দিনেই ট্রাম্পের ১৫ পদক্ষেপ বাতিল করলেন বাইডেন
বিবিসি জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তাদের অভিষেক যুক্তরাষ্ট্রের জন্য কঠিন এ সময়ে এক পা এগিয়ে যাওয়া। এটা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যইও বড় মুহূর্ত। যাদের যৌথভাবে একই এজেন্ডা রয়েছে।
বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন জনসন।
স্বাআলো/আরবিএ