জয়ের ছন্দ ধরে রাখার লক্ষ্যে কাল মাঠে নামবে বাংলাদেশ

শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটে মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনায়াসে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সাত ম্যাচ জয় পেয়েছিলো বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ টানা ম্যাচ জয়ের রেকর্ড জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ ১৬ ম্যাচেই জয় পেয়েছিলো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটাররা ছাড়া দলটি কতটা ভঙ্গুর তা দেখা গিয়েছে প্রথম ম্যাচেই। বাংলাদেশের বোলারদের বোলিং তোপে পড়ে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের এ স্কোয়াডের শক্তিমত্তা আর প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে দ্বিতীয় ম্যাচেও সুস্পষ্ট ফেভারিট তামিম ইকবালরা।

আরো পড়ুন>>> দশ মাস পর জয় দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন বাংলাদেশের

প্রথম ম্যাচের উইকেটে ব্যাটিং করা ছিলো বেশ কঠিন। স্পিনাররা উইকেট থেকে ভালোই সহায়তা পেয়েছিলেন। বড় বড় টার্ন পেতে দেখা গিয়েছে দুই দলের স্পিনারদেরকেই। ম্যাচে পতন ঘটা ১৪ উইকেটের ৯ উইকেট গিয়েছে স্পিনারদের দখলে। বাংলাদেশের সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন। নিয়ন্ত্রিত বোলিং করেছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনও। এমন টার্নিং উইকেট দ্বিতীয় ম্যাচে থাকলে স্পিনাররাই হবেন মূল অস্ত্র। তবে শুক্রবার কম থাকতে পারে কুয়াশা, কিছুটা স্বস্তি পেতে পারেন ব্যাটসম্যানরা।

প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় পাওয়া বাংলাদেশের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার সম্ভাবনা বেশি। অন্যদিকে সফরকারী দলে পরিবর্তন করার সুযোগ কম। কারণ টিম ম্যানেজমেন্টের হাতে থাকা বিকল্পরাও অনভিজ্ঞ।

স্বাআলো/এস