আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্থানীয় সরকার নির্বাচনে দলের অনেক যোগ্য প্রার্থী নৌকার মনোনয়নের জন্য চেষ্টা করছেন। কিন্তু মনোনয়ন যেহেতু একজন পাবেন কাজেই বাকিরা হয় দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেন অথবা নির্বাচনে অংশ না নিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করার জন্য তৎপর থাকেন এমন অভিযোগ আছে অনেক জায়গায়।
এই পরিস্থিতিতে এবারের স্থানীয় সরকার নির্বাচনে অতীতে যারা দলের বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের নৌকার মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী অনেক যোগ্য ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিদ্রোহীদের কোনো ছাড় নেই। সুতরাং বিদ্রোহীদের সামনের আরো কঠিন সময় এবং কঠিন সিদ্ধান্ত আসছে। আর এমনটা করা হচ্ছে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ বড় দল তাই দলীয় শৃঙ্খলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং দলীয় প্রার্থীর বিরোধীতা করলে শুধু মনোনয়ন নয় দলীয় পদও চলে যেতে পারে আর এ বিষয়ে সামনে নির্দেশনা আসতে পারে।
রাজনৈতিক বিশ্লষকরা বলছেন, আওয়ামী লীগ দলীয় শৃঙ্খলা বাজায় রাখতে আরো কঠোর ভূমিকায় যেতে চাইছে। আর এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের মনোনয়ন না দিয়ে সেই বার্তাটা আরো কঠিনভাবে দিয়েছে দলটি। যাতে করে তৃণমূলে দলীয় শৃঙ্খলা বাজায় থাকে এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারে।
স্বাআলো/এসএ