বাগেরহাটে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বাগেরহাটের মোংলা বন্দর উপজেলার দ্বিরাজ বাজার এলাকায় ভ্রাম্যমাণভাবে ইয়াবা বিক্রিকালে মাহাদি আমিন (৩৪) নামের একজন পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

মাহাদি আমিন দ্বিগরাজ এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড মোংলাস্থ পশ্চিম জোনের বিসিজি বেইসের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে হাতে নাতে আটক করে। এ সময় মাহাদি আমিনের কাছ থেকে ২৯ পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বাগেরহাটের গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

কোস্ট গার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. বিএন এম মাজহারুল হক বৃহম্পতিবার দুপুরে জানান, আটককৃত মাহাদি মাদক বিক্রির পাশাপাশি নিজেও মাদকসেবী। সে এলাকায় ভ্রাম্যমাণভাবে মাদক বেচা-কেনা করে বলে এলাকাবাসী অভিযোগ তোলে। এলাকায় যুবসমাজ ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে। ফলে গোপন খবরের ভিত্তিতে আমাদের টহলদল হাতে নাতে তাকে আটক করেছে। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক বিক্রেতাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই রাতেই মোংলা থানায় হস্তান্তর করা হয়।

স্বাআলো/এসএ